স্টাফ রিপোর্টার : পুলিশের নামে চাঁদাবাজি করে যাচ্ছে মিঠু নামের এক চাঁদাবাজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইলো নামক এলাকায় সি.এন.জি পরিবহন গ্যারেজ খুলে এখান থেকেই চাঁদাবাজির ব্যবসা পরিচালনা করে আসছে মিঠু নামের এই চাঁদাবাজ। মিঠু কয়েক বছর যাবত কয়েকশত সি এন জি থেকে পুলিশের নামে চাঁদাবাজি করে আসছে।
সি এন জি চালক শুত্রে জানাযায়, নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্রগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় চলাচলে পুলিশ তাঁদের কোন প্রকার ঝামেলা করবেননা, এই শর্তে সিএনজি চালকদের কাছ থেকে মাসিক হারে চাঁদা নিয়ে থাকে মিঠু। কোন চালক যদি টাকা দিতে গরিমুশি করে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।
তথ্য শুত্রে আরও জানাযায় নারায়ণগঞ্জের রেজিষ্ট্রেশনকৃত সিএনজি ঢাকা শহর ও বিভিন্ন এলাকায় কোন প্রকার ঝামেলা ছাড়াই চলবে, এই শর্তে মিঠু সিএনজি চালক ও মালিকদের কাছ থেকে মাসিক ১থেকে শুরু করে ৪ হাজার টাকা করে নিয়ে থাকে। মাত্র মাসিক চার হাজার টাকার বিনিময়ে সিএনজির চালক ও মালিকদের অবৈধ ভাবে চলাচলের সুযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা
।এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা টাকার রাজস্ব। টাকায় লালে লাল হচ্ছে মিঠুর মতো চাঁদাবাজরা।নিউজের সত্যতা জানার জন্য মিঠুর মোঠোফোনে একাধিক বার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
আরো আসছে আগামীর সংখ্যায়