September 7, 2024, 12:07 pm

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশের নাম বাঙ্গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে মিঠু নামের এক চাঁদাবাজ জানাযায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইলো এলাকার সি.এন.জি পরিবহন চাঁদাবাজ মিঠু কয়েক বছর যাবত পুলিশের নাম ভাঙ্গিয়ে কয়েক শত সি এন জি থেকে পুলিশের নামে চাঁদাবাজি করে যাচ্ছে। প্রতিটি সি এন জি থেকে এক হাজার থেকে ১৫ শত টাকা নিয়ে থাকে বলে জানা যায়।

সি এন জি চালক শুত্রে জানাযায়, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্রগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় চলাচলে পুলিশ তাঁদের কোন প্রকার ঝামেলা করবেননা এই শর্থে সিএনজি চালকদের কাছ থেকে মাসিক হারে চাঁদা নিয়ে থাকে বলে জানায় চালকরা।আর কোন চালক যদি টাকা দিতে গরি মুশি করে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে বলে জানান সি এন জি চালকরা। তথ্য শুক্রে জানাযায় চাঁদাবাজ মিঠু নারায়ণগঞ্জ, ও ঢাকা জেলার নাম্বার লাগানো সিএনজি ঢাকা সহরে চলবে এই শর্থে ঢাকা মোট্রো এলাকার কিছু ট্রাফিক পুলিশ কে মেনেজ করে নারায়ণগঞ্জ, ও ঢাকা জেলার নাম্বার লাগানো সিএনজির চালকদের কাছ থেকে মাসিক ৪ হাজার টাকা করে নিয়ে তাদেরকে অবৈধ ভাবে চলাচলের সুযোগ দিয়ে হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা। ঢাকা সহরে জেলা ও অন্য জেলার সিএনজি চলাচলে নিষেধ থাকায় নারায়ণগঞ্জে চালাচ্ছে মিঠুর চাঁদাবাজি।এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা টাকার রাজস্ব টাকায় লালে লাল হচ্ছে মিঠুর মতো চাঁদাবাজরা। চাঁদাবাজির ব্যাপারে হাইওয়ে পুলিশের টি আই মশিউর রহমান মানের সাথে কথা হলে তিনি জানান বিসয়টি আমার জানা নেই কেউ অভিযোগ করলে ব্যাবস্হা নিব। মিঠুর মোবাইলে একাদিক বার ফোন দিলেও ফোন ধরেনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা