মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিরব (১২) নিহত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টার পৌর এলাকার দেওনজী বাড়ীতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ীর অদূরে নির্মানধীন