শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা): কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ ১৯ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, এঁর সুর্নিদিষ্ট দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল আশেক সুজা মামুন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের তত্ত্বাবধানে শুক্রবার রাতে উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু, আবু বাক্কার, লিখন সরকার, মিজানুর রহমান, তাপস কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফিরোজ হোসেন, মনিরু্জ্জামান, মুক্তার হোসেন, সমরেশ, তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জোয়াদ আলী মোড়লের ছেলে মফিজুল ইসলাম নাটা (৪৮), একই গ্রামের বুদো সরদারের ছেলে শুকুর আলী সরদার (৫০), ও তার ছেলে রবিউল ইসলাম (২৬), পাঁজিয়া গ্রামের মৃত নওয়াব আলী গাজীর ছেলে সোবরাব গাজী (৭২), তার ছেলে শওকত আলী গাজী (৩২), একই গ্রামের করিম বক্স এর ছেলে মিজানুর রহমান (৩৯), রহমত আলী গাজীর ছেলে ইউসুফ আলী (৩০), বলাই দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৫১), ও তার স্ত্রী অঞ্জনা দেবনাথ (৪৬), ফতেপুর গ্রামের কওছার শেখের ছেলে শাহিনুর রহমান (৩২), একই গ্রামের সেলিম শেখের স্ত্রী পারভিনা (৩৫), বারুইহাটি গ্রামের ইজাজ আলী সরদারের ছেলে পলাশ (২৭), একই গ্রামের মৃত হাজের আলী সরদারের ছেলে ইমান আলী সরদার (৪৫), ইসাক আলী সরদারের ছেলে শাহাবুদ্দিন (৪৪), আর এক ছেলে নাসির উদ্দীন (৪৬), ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে গোলাম সরোয়ার (৫৫), গোলাম ফারুক (৬১), ব্যাসডাংগা গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসানুজ্জামান (৩২) ও একই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে ফয়সাল আহম্মেদ রাজুকে (২৭) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত নারীসহ ১৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।