September 12, 2024, 12:29 am

সিদ্ধিরগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

র‍্যাব ১১ সি পি এসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ একটি অভিযানে দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ অপু আহম্মেদ রাফি (২৩)।
প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামি অপু আহমেদ রাফি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট চালক পরিচয় দিয়ে অভিনব পদ্ধতিতে ট্রাভেল ব্যাগ করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা গ্রেপ্তারকৃত আসামির একমাত্র পেশা প্রাইভেটকার চালক হিসেবে পরিচয় তার ছদ্মবেশে মাত্র, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা