রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পালন করেছেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার মানবিক বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আদম তমিজী হকের নির্দেশক্রমে, সকাল ১০ ঘটিকার সময় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ, কেক কেটে ও আলোচনা সভা করা হয় এবং অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা।
দৌলতদিয়া রেলষ্টেশন, লঞ্চঘাট , ফেরীঘাট ও বাসষ্ট্যান এলাকায় অসহায় ৩০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সোহেল রানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন: দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক- মোঃ মোতালেব হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক- আরিফা খাতুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- মনা সালেহা, মোঃ শাহিনুর রহমান শাহিন, রিফাত হোসেন রকি, সাবেক দপ্তর সম্পাদক সুজন মাহমুদ, আমিরুল ইসলাম, সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক- শাকিলা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক- রুমোন আহমেদ জুয়েল, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহীন খান ও সাধারণ সম্পাদক- সুজ্জল মাহমুদ, মিলন সরদার, হৃদয় মন্ডল, ইউসুফ ফকির সহ অন্যান্যরা প্রমুখ।
এসময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মমিন জানান, মানবিক বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজি হক এর নির্দেশক্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পালন করেছি। আমরা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছি, সংগঠনের সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভা করেছি এবং দৌলতদিয়া ঘাটে রেলস্টেশন, লঞ্চঘাট ফেরিঘাট ও বাসস্ট্যান্ডে আমরা অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।
মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা আদম তমিজি হক কে বিশেষভাবে ধন্যবাদ জানাই।