নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এক জোড়া কাটা হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুর বারটার দিকে এসআই সাফায়েদুর রহমান নিমাইকাশারি মামা ভাগ্নে গলির আবর্জনা থেকে হ্যান্ডকাপ জোড়াটি উদ্ধার করে।
এসআই সাফায়েদুর রহমান জানান, আবর্জনার মধ্যে এক জোড়া হ্যান্ডকাপ পড়ে আছে বলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে হ্যান্ডকাপ জোড়াটি উদ্ধার করি। তবে হ্যান্ডকাপটি কোন কাজে আসবেনা। এটি কেটে নষ্ট করে ফেলা হয়েছে।
স্থানীরা জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে বাঘমারা এলাকার মৃত জাফরের ছেলে সাদক ব্যবসায়ী নাসিরকে আটক করেছিল ডেমরা থানার এসআই নাজনিন আক্তার। তখন পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ নাসির পালিয়ে যায়। তাদের ধারনা হ্যান্ডকাপ কেটে হাত থেকে খোলে নাসির এখানে ফেলে দিয়েছে। নাসিরকে এখনো পুলিশ আটক করতে পারেনি।