নাসিক ৫নং ওর্য়াড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
হস্পতিবার রাতে সাইলোরোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার লক্ষে নাসিকের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ কর্মী সভার আয়োজন করে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মী সভায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
‘শামীম ওসমান সমর্থক গোষ্ঠী’ সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ন-আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক আইনজীবী খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি মো. কবির হোসেন ও সম্পাদক হাজী মো. মিজানুর রহমান দিপু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। এছাড়াও দলীয় সকল নেতাকর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার জন্য নেতৃরা পরামর্শ দেন।