October 7, 2024, 9:25 pm

তালের চারা রোপন, পরবর্তী শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ পরিতাক্ত স্থানগুলোতে তালের চারা রোপন ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও যশোর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার,এমপি।
বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের আয়োজনে তালের চারা রোপন ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস আলোচনা সভায় বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন সভাপতিত্ব করেন।
কেশবপুর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের (বিএসআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু তাহের সোহেল, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, যশোর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোশারাফ হোসেন, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, প্রমুখ।
আলোচন শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ও যশোর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে তালের চারা বিতরণ করেন।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতির নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের ভূমিকা অনেক। শুধু তাই নয়,ঘরের খুঁটির,আড়ার জন্য এমনকি হাতপাখা তৈরিতে তালগাছ দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। তাল পাতার পাখা আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্যের একটি অংশ। তবে বর্তমানে তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণে আপনার বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনায় কিংবা আশে-পাশের পরিতাক্ত জমিতে রোপণ করুন। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাপাতের হাত থেকে রক্ষা পেতে সবাইকে তালের বীজ রোপণ করার আহবান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা