September 12, 2024, 12:15 am

মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব ..সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর

সাদ্দাম হোসেন মুন্না ঃনারায়ণগঞ্জ সার্কেল হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেছেন, মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। তাই মাহসড়কে গাড়ি চালাতে হলে আইন মেনে চলতে হবে। মহাসড়কে থ্রী হুইলার চলাচলের উপযোগী নয়। তাই কোন অবস্থাতেই মহাসড়কে থ্রী হুইলার চলাচল করতে দেয়া হবেনা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটায় কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও টিআই ওমর ফারুকের উপস্থাপনায় এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁচপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার বেনু ভূষণ দাস, সকল সার্জেন্ট, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, প্রত্যেক গাড়ির মালিকের উচিৎ যাছাই-বাচাই করে চালক নিয়োগ দেয়া। গাড়ির কাগজপত্র ঠিক রাখা। আইন অমান্য করে কোন চালক দুর্ঘটনা ঘটালে তার দায় মালিককেও বহন করতে হবে। মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত করে জনচলাচল বিঘিœত ও যানজট সৃষ্টি করা যাবেনা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা