January 17, 2025, 8:06 am

মতলবে ভারী বর্ষণে দেখা দিয়েছে জলাবদ্ধতা

মতলব প্রতিনিধি: শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে চলা ভারী বর্ষণে মতলব পৌরসভা সদরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সাথে উপজেলার বিভিন্ন স্থানে চলাচলের সড়ক ক্ষতিগ্রস্ত এবং বহু গাছ উপড়ে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, ভারী বর্ষণের কারণে মতলব পৌরসভার ঘোষপাড়া, মধ্য কলাদি, পূর্ব কলাদি, টিএন্ডটি, থানা রোড সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানির স্রোতে পূর্ব কলাদি জমজম খালের পাশে সড়কেরএকটি বড় অংশ ভেঙে যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচাপাকা সড়কগুলো ভারী বর্ষণের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। সেই সাথে বহু গাছ উপড়ে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মধ্য কলাদির বাসিন্দা আশীষ সরকার জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং পুকুর ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে এ এলাকার বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব জানান, গতকাল শনিবার) রাত থেকে আজ( রবিবার) পর্যন্ত জেলায় ১শত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা