রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়নের করোনা ভাইরাসে কর্মহীন ছয় সহ¯্রাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার বসুন্ধরা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে চাল, ডাল, আটাসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা ও ইন্সপায়ার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তারিকুল ইসলাম মোগল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাফিজুর সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ইউপি সদস্য আলমগীর হোসেন, রিটন প্রধান, আব্দুল্লাহ আল মামুন, আয়নাল হক, কাউন্সিলর মাঈনউদ্দিন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মানিক আলী ও লাকি আক্তার প্রমুখ।
পরে কর্মহীন ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।###