September 20, 2024, 11:25 pm

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে দুশতাধিক থ্রী হুইলার আটক ৫ লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কাঁচপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ের শিমরাইল ক্যাম্পের পুলিশ ঢাকা – চট্রগ্রাম মাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুশতাধিক থ্রী হুইলার আটক করে ডাম্পিং করেছে। সেই সাথে গাড়ি গুলোতে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে ৫ লক্ষাধিক টাকা। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয় এ অভিযান চলবে বেলা ৩ টা পর্যন্ত । অভিযানে নেতৃত্বে দেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ও শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম। এ সময়ে উপস্থিত ছিলেন টিআই মোঃ মাসুম, টিআই মোঃ ওমর ফারুক, এসআই বেনু দাশ, এবং হাইওয়ের সাইনবোর্ড ও শিমরাইলে কর্মরত সার্জেন্টবৃন্দ। সরেজমিনে দেখা যায়,মহাসড়কে থ্রী হুইলার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা সড়ক দিয়ে মহাসড়কে থ্রী হুইলার উঠে চলাচল করে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন,আমাদের চোখে থ্রী হুইলার পড়লে আমরা তাৎক্ষণিক আটক করে ডাম্পিং করছি জরিমানা আদায় করছি। মহাসড়কে কোনভাবেই থ্রী হুইলার চালানো যাবেনা বলে টিআই মশিউর আলম জানিয়েছেন। নিষিদ্ধ এই যন্ত্রদানবের কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। লক ডাউনের সময় মহাসড়কে থ্রী হুইলারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকে। মহাসড়কের শিমরাইল , তারাব , মদনপুর,বিশ্বরোড ও সাইনবোর্ড এলাকায় ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি, নছিমন চলাচল শূণ্যের কোঠায় নামিয়ে আনার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর সাথে একই সুর মিলিয়েও টিআই (প্রশাসন) মো মশিউর আলম বলেন মহাসড়কে থ্রীহুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এসব কোনভাবেই চলবেনা । ওসি মনিরুজ্জামান আরও বলেন নিষিদ্ধ এই যন্ত্রদানব আমরা পেলে আটক করে মামলা দিয়ে ডাম্পিং করছি এবং ইউক্যাশের মাধ্যমে জরিমানা আদায় করছি এবং তা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা