নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলীমের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল আলীম গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ড মোড়ের পূর্ব পাশে ওভারব্রীজের নিচে এ ঘটনাটি ঘটে। এসময় আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলাকারীরা হচ্ছে, সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার সুনিল (৪০), পিতা রুহিদাস 2.নিমাই পাল পিতা জুগিনদ পাল
সহিন পিতা জলিল , পশ্চিম বেহাকৈর সহ আরো অজ্ঞাত ১০/১২ জন।
আব্দুল আলীম জানায়, রাতে আমি রূপগঞ্জ থেকে পেশাগত কাজ শেষ করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ আমার বাসায় ফিরছিলাম। পথিমধ্যে আমি ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ওভারব্রিজের নিচে আসলে সুনিল স্বর্নকার, নিমাই পাল ও সহিনের নেতৃত্বে আরো ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আমার উপর হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হই। আশপাশের লোকজন আমার ডাক চিৎকারে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
কেন হামলা করেছে জানতে চাইলে আলীম জানায়, সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে সুনিল স্বর্নকারের একটি দোকান রয়েছে। ওই এলাকায় একজন পাগল ছিল। অনেক দিন পূর্বে সুনিল স্বর্নকার ওই পাগলকে থাপ্পর মেরে পুকুরে ফেলে দেয়। এতে পাগলটির মৃত্যু হয়। পরে পুলিশ পুকুর থেকে পাগলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে তদন্তে পুলিশ সুনিল কর্মকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। আর এ বিষয়টি নিয়ে স্থানীয় অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেই থেকে আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে আমাকে মারা জন্য সে সুযোগ খুজছিলো। রাতে কাঁচপুর দিয়ে বাসায় ফেরার পথে সে লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।