March 29, 2024, 9:39 am

মতলব দক্ষিণে অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহর নবম মৃত্যুবার্ষিকী পালন

মতলব প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং অবিভক্ত মতলব উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহ এর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্বরণ সভায় উপজেলা আ’লীগের সাবেহ সহ সভাপতি দেওয়ান রেজাউল করিমের সভাপতিত্ব ও মতলব পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি লেয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হাবিব খান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা এবং মরহুমের বড় ছেলে মোল্লা মোঃ রেজাউল করিম পল্লব।

স্বরণ সভায় উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, উপাদী উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মুন্সিরহাট কলেজের প্রভাষক জসিম উদ্দিন মৃধা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জাবেদ সিদ্দিকী, আ’লীগ নেতা জহির খান, কাউন্সিলর আনিছুর রহমান আনু, আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সরকার, আল আমিনসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্বরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোজ্জাম্মেল হোসেন।
এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আছর মতলব বাজার শাহী জামে মসজিদ এবং বাদ মাগরিব নিজ গ্রাম চরমুকুন্দি জামে মসজিদে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা