October 8, 2024, 7:32 pm

সাইনবোর্ডে র‌্যাব ১১’র অভিযানে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ঢাকা নারায়ণগঞ্জের মোহাসড়ক সাইনবোর্ডে চাঁদাবাজি করার সময় র‌্যাব ১১’র অভিযানে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার।
র‌্যাবের ১১ লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরগামী পদ্মা এক্সক্লুসিভ লিঃ এর বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজি চলাকালে হাতেনাতে গ্রেফতার করা হয় ২ পরিবহন চাঁদাবাজকে। তারা হলেন রাজধানীর ডেমরা থানার ডগাইর বাজারের বাসিন্দা আরিফুল ইসলাম মজনু ও সোহেল মিয়া। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৫ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।আরিফুল ইসলাম মজনু গত কোরবানি ঈদের আগে ও র‌্যাব ১১’র অভিযানে গ্রেফতার হয়েছিল জেল থেকে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করে। তারা মহাসড়কে চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে জোরপূর্বক দৈনিক প্রতিগাড়ি থেকে ১শ থেকে ২শ টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা