September 14, 2024, 11:00 am

মতলব উত্তরে ১৮ মামলার আসামি মাদক সম্রাট রাসেল মিয়াজি গ্রেফতার

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ মামলার পলাতক আসামি মাদক সম্রাট মো. রাসেল মিয়াজিকে (৪১) গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাত ১১ ঘটিকায় সময় উপজেলার গালিমখাঁ এলাকা থেকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও ওসি তদন্ত মাসুদ আলমের নেতৃত্বে এসআই আ. আউয়াল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মামলার আসামি মাদক সম্রাট মো. রাসেল মিয়াজিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় ১২ টি মাদক, ডাকাতির প্রস্তুতি ৩ টি, ডাকাতি ১ টি, ছিনতাই ১ টি এবং চুরির ১ টি মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পুলিশ অভিযান চালিয়ে রাসেল মিয়াজিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় ১৮টি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা