গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গন্ধববাড়ী সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত যুবক ওই গ্রামের লোকমান হাকিম খাজার ছেলে লিয়াকত সরকার (৩২)। তিনি দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
এলাকাবাসী জানান, লিয়াকত বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে। সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহত লিয়াকতের ভাগ্নে দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগ নেতা মমিরুল ইসলাম সালমান তাঁর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।