September 11, 2024, 7:29 pm

ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিয়া আসাদুজ্জামানের মাক্স বিতরণ

মতলব উত্তর উপজেলা প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৮০ নং লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মতলব উত্তর উপজেলা শাখার সহ সভাপতি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ১০নং ফতেহপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিয়া আসাদুজ্জামান তার নিজ এলাকায় করোনা মহামারীর দূর্যোগ থেকে রক্ষা পেতে মাক্স বিতরণ করেন।

শুক্রবার( ৩ সেপ্টেম্বর) বাদ জুমআ লুধুয়া এলাকায় নামায শেষে এলাকায় গনসচেতনামুলক প্রচারণা চালায় এবং সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন এবং সর্বসাধারণ কে সচেতন হওয়ার পরামর্শ দেন চেয়ারম্যান পদপ্রার্থী মিয়া আসাদুজ্জামান।

মাক্স বিতরণ কালে তিনি বলেন, সকলে সচেতন হলে আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারব। স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাই আমরা সবাই নিজে বাঁচি অপরকে বাঁচতে সহায়তা করি।
এসময় লুধুয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা