যশোরের শার্শায় নিখোঁজের ৫ দিন পর ইসরাফিল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের এক বাঁশ বাগান থেকে শার্শা থানার পুলিশ ও ডিবি পুলিশ এ মরদেহটি উদ্ধার করে। ইসরাফিল হোসেন ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযাগে ৩জনকে আটক করেছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে ইসরাফিল এর স্ত্রী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়েরের করেন যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল লুঙ্গী এবং গায়ে গামছা। এ ব্যাপারে ৩ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক অনুযায়ী বুধবার একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।