লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি.কুমিল্লার লাকসামে ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধে “মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ১০ টায় লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে ৩০ সদস্যের একদল স্কাউট অংশ গ্রহণ করে। এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা স্কাউট দলের নেতা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত আল আমিন ইন্সটিটিউশন’র সিনিয়র শিক্ষক মো. আসলাম মিয়া, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লক্ষণ চন্দ্র আচার্য্য এবং গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম’র নেতৃত্বে ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধে “মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।