,সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ কামরুজ্জামান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি কুড়িগ্রামের ভুড়ঙ্গমারীর সোনাহাট এলাকার ফজলুল হকের ছেলে।
বুধবার( ১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১’র সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্নেল তানভীর পাশা এসব তথ্য নিশ্চিত করেন।
তানভীর পাশা জানান, একজন ভুক্তভোগী অভিযোগ করেন যে
তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে কামরুজ্জামান তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা চাঁদা আদায় করে।
র্যাব-১১’র অধিনায়ক আরো জানান, গ্রেফতার আসামি ভুক্তভোগীর ল্যাপটপ ঠিক করে দেয়ার সময় তার ল্যাপটপ থেকে ব্যক্তিগত ছবি কৌশলে হাতিয়ে নেয়।
ওই আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।