April 19, 2024, 10:18 am

আরাইহাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের রড চুরি ও জমি দখলের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন ৬৪নং হাজিরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হামিদ গত ২৩ আগষ্ট ২০২১ সোমবার প্রকাশ্য দিবালোকে বিদ্যালয়ের প্রায় ৬০০ কেজি রড চুরি করে বিক্রি করার সময় গ্রামবাসী হাতে নাতে ধরে ফেলে। উক্ত ঘটনার খবর পেয়ে কালাপাহাড়িয়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সাদ্দাম হোসেন বিদ্যালয়ে এসে চুরির মালামাল জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার ও বিদ্যালয় কমিটির সভাপতি শামসুল হক সহ আরো গ্রামের মান্যগণ্য লোকজন। এছাড়াও এই প্রধান শিক্ষক দির্ঘদিন যাবৎ স্কুলের সাড়ে ছয় শতাংশ জমি ভুয়া কাগজপত্র করে ভোগদখল করে আছে। এ নিয়ে গ্রামবাসী বার বার চেষ্টা করার পরও উক্ত জমি তার থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন তিনি তার স্ত্রী সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছে। গ্রামবাসীর অভিযোগ তারা দুজনই স্কুলের বড় দায়িত্বে থাকার ফলে তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। স্কুলের পাশে তাদের বাড়ী হওয়াতে সারাক্ষণ বাড়িতেই সময় কাটান। এতে করে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার চরম অবনতি হয়। গ্রামবাসীর দাবি, তারা স্বামী-স্ত্রী এই স্কুলে দায়িত্ব পালন করতে থাকলে আমাদের স্কুলের সম্পদের কোন নিরাপত্তা থাকবে না। এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়া হবে না। তাই তাদের দুজনকে অচিরেই অন্য কোথাও বদলি করে ভাল একজন প্রধান শিক্ষক এবং শিক্ষিকা যেন নিয়োগ দেয়া হয়।এ ব্যাপারে প্রধান শিক্ষক আঃ হামিদের সাথে কথা হলে তিনি জানান, এটা একটি ভুল বুঝাবুঝি আমরা এর সমাধান করেছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা