গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইদুর রহমান (৫৫) নামে এক আসামী ধরাকে কেন্দ্র করে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৭ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধা পুলিশের এএসপি (সি সার্কেল) উদয় কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের সাইদুর রহমানকে জ্বীনের বাদশার আসামী হিসেবে গ্রেপ্তার করে।
সাইদুর রহমানের স্ত্রী কল্পনা বেগমের অভিযোগ, তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিল না। তারপরেও পুলিশ এসে তার স্বামীকে গ্রেপ্তার সহ তার ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ৩টি গলার চেইন ২ জোড়া কানের দুল সহ দামী পোশাক পুলিশ নিয়ে যায়। এ সময় পুলিশ তল্লাশীর নামে ভাংচুর সহ তান্ডব চালায়। পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে ঘরের ছিটকানি দিয়ে আটকে রেখে যায়। পরবর্তীতে সে অত্মচিৎকার করলে আশেপাশের লোকজন এসে ছিটকানি খুলে দিলে সে ঘর থেকে বের হয়।
এদিকে এএসপি উদয় কুমার সাহা জানান, অভিযোগের ভিত্তিতে সাইদুরের বাড়িতে রেইড দেয়া হয়। তার বিরুদ্ধে জ্বীনের বাদশা হিসেবে প্রতারণার অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে গহনা ও টাকা উদ্ধার করা হয়। টাকা ও গহনার বিষয়টি গণনা ও ওজনের কাজ চলছে। এখনো নির্ধারণ করা হয়নি। আসামী গ্রেপ্তারের পর প্রতারণার শিকার দিনাজপুর জেলার বিরামপুরের জনৈক উম্মে হাবিবা নামক এক নারী বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় শনিবার একটি মামলা দায়ের করে। মামলা নং ৩৯।
এদিকে, সাইদুরের স্ত্রী কল্পনা বেগম সাংবাদিকদের নিকট অভিযোগ করেন পুলিশ সাজানো মামলায় তার স্বামীকে গ্রেপ্তার দেখিয়েছে। তার স্বামী একজন নিরীহ মানুষ। কাঠের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করে। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবী করেন।