September 20, 2024, 11:19 pm

রূপগঞ্জে পোনমাছ অবমুক্তকরণ ও খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পুকুর ও উন্মুক্ত জলাশায়ে পোনামাছ অবমুক্তকরণ এবং করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরুর খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬ আগষ্ট বৃহস্পতিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ কর্মসূচির উদ্বোধন করেন। ২০২১-২২ অর্থ বছরে মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনামাছ উন্মুক্তকরণ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরুর খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা রিগেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সী, আলিম উদ্দিন প্রমুখ।
পরে গরুর খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ ও জলাশয়ে পোনামাছ উন্মুক্ত করা হয়।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা