মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: করোনা মহামারি মোকাবিলা ও জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া ভারতের আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ৭টার সময় ভারতের পেট্টাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরের টিটিআই মাঠে উপহারের অ্যাম্বুলেন্স গুলো রাখা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে উপহারের অ্যাম্বুলেন্স গুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বেনাপোল বন্দরে পৌঁছাবে বলে আশা রাখেন তিনি।