September 7, 2024, 11:25 am

নরসিংদীতে যুবলীগের আয়োজনে ২১ আগস্টে শাহাদাতবরণকারীদের স্মরণে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক :২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাত বরণ কারীদের স্মরণে শহর যুবলীগের আয়োজনে নরসিংদী সদর উপজেলা মোড়ে গতকাল শনিবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। স্মরণ সভার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর পরিবারের সদস‍্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

সভাপতিত্ব করেন নরসিংদী শহর যুবলীগের সভাপতি দিদার উল হক ভূইয়া বিপ্লব। বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মোন্তাজ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, তথ্য ও গবেষণা সম্পাদক মোবারক হোসেন ভূইয়া, মহিলা আওয়ামী লীগ নেতা আইরিন পারভিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর রিপন সরকার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূইয়া, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিপক কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের হোসেন জুয়েল, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগে কোনো অপশক্তিকে স্থান দিবো না। যারা আওয়ামী লীগের ক্ষতি চায়, তারাই চক্রান্ত করে প্রকৃত আওয়ামী লীগ নেতাদের দূরে সরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্তি রয়েছে।
উক্ত সভার উদ্বোধক বঙ্গবন্ধুর পরিবারের সদস‍্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান বলেন, আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির অপচেষ্টা করেছিল পরাজিত ঘাতকচক্র।

ভয়াল সেই হামলায় মৃত্যুজাল ছিন্ন করে প্রাণে বেঁচে গেলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারিয়েছেন তাঁর দু’কানের স্বাভাবিক শ্রবণশক্তি। সেদিনের গ্রেনেড হামলায় আহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকেও ওইদিন তাঁর প্রিয়পত্নী আইভি রহমানকে হারানোর শোক নিয়েই এ পৃথিবী থেকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। আহত পাঁচ শতাধিক নেতাকর্মী দেহে স্প্লিন্টার নিয়ে, হাত-পা-চোখ হারিয়ে জীবন্মৃত অবস্থায় অভিশপ্ত জীবন কাটাচ্ছেন। অসংখ্য নেতাকর্মীকে চিরদিনের জন্য বরণ করতে হয়েছে পঙ্গুত্ব, অন্ধত্ব। বীভৎস ওই হামলার ঘটনায় দেশে-বিদেশে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আলামত নষ্ট করার নানা চক্রান্ত প্রত্যক্ষ করেছে দেশবাসী।
তিনি আরো বলেন, জেলা আওয়ামী লীগের প্রকৃত এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়েই আওয়ামী লীগকে সংগঠিত করা হবে এবং দল তাদের মূল্যায়ন করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা