September 14, 2024, 11:24 am

বাড়ির সামনে থেকে ভারতীয় গাঁজাসহ আটক ১

মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া গ্রাম থেকে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ মো. মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) ভোর ৫টায় এসআই রোকনুজ্জামান ও কনেস্টবল স্বপন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া গ্রামের শামছুর গাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করেন। আটক মাদক বিক্রেতা মনিরুল ইসলাম মানকিয়া গ্রামের ছিদ্দিক আলী’র ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা