রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃজাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী উদযাপন উপলক্ষ্যে গতকাল ১৫ আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, আশালয় আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করে ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, মিলাদ মাহফিল, বৃক্ষরোপন, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি প্রতিযোগীতা, রান্না করা খাবার বিতরণ ও শোকসভা ।
মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান । সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, আশালয় আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতির সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, মশিউর রহমান তারেক, আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজিব প্রমুখ ।
পরে দুস্থ, গরিব, অসহায় ও পথশিশুসহ সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।###