September 14, 2024, 10:25 am

কুমিল্লায় ১০ টাকার জন্য গৃহবধূ হত্যা আটক-২

কুমিল্লা জেলা প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের সৈয়দ আলী ভূঁইয়া বাড়ীতে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম দেওয়ায় জহুরা বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জরুরা বেগম,মনোহরগন্জ উপজেলার লক্ষনপুর ইউপির, মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী ও আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাপের বাড়ি আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন,ওই গ্রামের সফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার, ও সেলিনা আক্তার।

স্হানীয় ও মামলা সূত্রে জানা যায়,কয়েকদিন আগে খোরশেদা বেগম একটা থ্রীপিজ সেলাইয়ের জন্য দেয় চাচাতবোন সুমির কাছে দেয় বৃহস্পতিবার সন্ধায় থ্রি পিজ আনতে যায়,এসময় সুমি ১শত টাকা দাবী করে খোরশেদা বেগম ৯০ টাকা দেয়,১০ টাকা কম দেয়া নিয়ে সুমির সাথে তর্কাতর্কি হয় এতে যোগ দেয়,সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোন জামাই জলিল মিলে বেড়ধক মারধর করে জহুরা পালিয়ে গিয়ে পিতার ঘরের সামনে যায়,এসময় চাচাত বোন জামাই জলিল জহুরার তলপেটে লাথি মারলে লুটিয়ে পড়ে, স্হানীয়রা উদ্ধার করে নাথেরপেটুয়া ভূঁইয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় এজহার নামীয় ২ নারীকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা