সোনারগাঁও প্রতিনিধি ঃসাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবু। ১ আগষ্ট রবিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবু। এদিকে ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবু সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার খবরে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের বন্যা। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এরআগে ৫ আগষ্ট স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমের সাক্ষরিত এক পত্রের সূত্রে সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল-১ আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবুকে।
গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়।
উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়ন বিধিমালা ২০১০ এর ১৫ বিধি অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম সুস্থ্ভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল-১ আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবুকে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করেন।