স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির সলেমানপুর হটাৎ পাড়া গ্রামে বহুল আলোচিত ও বহু অপকর্মের হুতা ঘাতক সুফিয়া খাতুন ও তার ছেলে আজিজুল হক স্ত্রী লিমা খাতুনের হত্যার অপরাধে এলাকাবাসী তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। নেপা ইউপি সদস্য সায়রা খাতুন জানান বিয়ের পর থেকে মা ও ছেলে দুজনে মিলে লিমা খাতুনকে বিভিন্ন সময় পাশবিক নির্যাতন করে আসছিলো এবং পরিকল্পিত ভাবে খাদ্যের সাথে কিছু খাওয়ায়ে এধরণের ঘটনা ঘটিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। ঘটনার দিন গত ৭ আগস্ট লিমা খাতুন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাহারা ঢাকায় নিতে বলেন। এসময় পরিবারের লোকজন অসহায় হয়ে লিমা খাতুনকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। পরে লিমা খাতুনের মৃত্যু হয়।