সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ অনুমোদনহীন একটি কয়েল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ আগষ্ট) বেলা ১১টায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অবস্থিত মেসার্স শাহ কেমিক্যাল নামক কয়েল কারখানাকে জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন, ক্যাব, বিএসটিআই এবং জেলা পুলিশের একটি টিম।
মো. সেলিমুজ্জামান জানান, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কয়েল তৈরী এবং লগো ব্যবহার করে আসছিলো মেসার্স শাহ কেমিক্যাল।প্রতিষ্ঠানটিতে ৬৫৫ এক্সট্রা পাওয়ার কয়েল জাম্বু বুস্টার, নিউ বসুন্ধারা সুপার পাওয়ার মেঘা কয়েল, নিউ বসুন্ধারা সুপার মসকিউটো কয়েল, নিউ বসুন্ধারা মসকিউটো নামে কয়েল তৈরি করে তা বাজারজাত করা হতো। প্রতিষ্ঠানটির বিএসটিআই এর কোনও অনুমোদন ছিলো না। তা সত্ত্বেও তাদের উৎপাদিত কয়েলে অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করতো। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় মেসার্স শাহ কেমিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।