September 19, 2024, 8:25 am

র‌্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল সহ মাদক

১০ আগস্ট মঙ্গলবার রাত ১২:১০ ঘটিকায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ নারায়ণগঞ্জ সম্মুখস্থ মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাওন মিল্কী (২০)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সুকৌশলে মটর বাইকের গোপন কুঠুরীতে বর্ণিত ফেন্সিডিল পরিবহণ করছিল। র‌্যাব-১১ এর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীর মটর বাইকের গোপন কুঠুরী হতে ৮০ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেলটি উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা