রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার সোলায়মান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ১১ আগষ্ট বুধবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই) গোপন সংবাদের ভিত্তিতে গন্ধর্বপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের আলমগীরের ছেলে জহিরুল হক (২৩) ও আব্দুল মালেকের ছেলে আবুল হাসেম (৩৭)। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ গত ১ জুন দিনদুপুরে গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মাইকিং করে গণপিটুনি দিয়ে সোলায়মান নিহত হয়। গণপিটুনিতে নিহত সোলায়মানের বিরুদ্ধে ডাকাতি, সস্ত্রাসী, হত্যা ও নারী নির্যাতন সহ বহু মামলা