শামীম আখতার,বিভাগীয় প্রধান (খুলনা) যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে নতুন জাতের মাদক ৪২ বোতল ESKUF CODEINE, ৪০বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেছেন।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী ভারত থেকে ফেনসিডিলের বিকল্প ESKUF CODEINE নামক নতুন মাদক চোরাই পথে দেশে আসছে। বিষয়টি জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম জানতে পেরে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএমকে গোপন তথ্য সংগ্রহ পূর্বক উদঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও নতুন জাতের মাদক উদ্ধারের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এঁর নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার বিকেলে শার্শা থানার চালিতাবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারীকে নতুন জাতের মাদক ESKUF CODEINE ৪২ বোতলসহ হাতে নাতে গ্রেফতার করেন। মাদক উদ্ধারের ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম হরফে রবি (২৪), সুরত আলী সরদারের ছেলে মেহেদী হাসান (২৭) ও মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম হরফে সম্রাট (২৪)। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেনসিডিলের বিকল্প মাদক ESKUF CODIENE ফেনসিডিলের ন্যায় সীমান্তবর্তী দেশ ভারত থেকে চোরাই পথে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করছিল। উক্ত মাদকের গায়ে ESKUF CODEINE লেখা, সেটা ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের LABURATE PHARMACITICALS INDIA LTD নামক কোম্পানী প্রস্তুতকারক।
অপরদিকে আরেকটি অভিযানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকায় সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তানজিলা বেগম (২৫) নামে এক মহিলা মাদক কারবারীকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেন। সে ভবেরবেড় গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। উক্ত মহিলা আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।