September 11, 2024, 8:48 pm

রূপগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গত ৮ আগষ্ট রবিবার বিকালে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে অংশ নেন। রূপগঞ্জ থানায় আয়েজিত ওপেন হাউজ ডে তে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), জনাব মোঃ আমীর খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন হযরত আলী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য লাভলী মানিক প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমীর খসরু বলেন, মাদক নির্মূলে জন প্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাং, ও সন্ত্রাসী কর্মকান্ডসহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবে না।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা