আমার অত্যন্ত প্রিয় বন্ধু হক্কানী আলেমেদিন ভারতের গুজরাট থেকে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কন্ঠস্বর আলহাজ হযরত মাওলানা হোসাইন আহমেদ বেলালী আর আমাদের মাঝে নেই। তিনি গতরাত ১২ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, হাস্যোজ্জল ও প্রাণবন্ত মানুষ।তিনি বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করার পাশাপাশি মক্তব-মাদ্রাসা পরিচালনা করেছেন। আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। পারিবারিকভাবে ছিল তার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যেকোনো সময় আমি যদি ডাকতাম তাকে তিনি সুদূর নরসিংদী থেকে ছুটে চলে আসতেন আমার কাছে। দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে আমি দাওয়াত করলে খুব দ্রুতই চলে আসতেন।একটু আগে তার মৃত্যুর খবর শুনে আমি একেবারেই ভেঙ্গে পড়েছি। আমি দোয়া করি আল্লাহপাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন।আমিন। পাশাপাশি তার ভক্তবৃন্দ বিশেষ করে আদমজী সোনামিয়া মার্কেট রেললাইন সংলগ্ন বাইতুন নুর জামে মসজিদ, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদ, সানারপাড় এর একটি জামে মসজিদ এবং কাচপুর শিল্পা অঞ্চলে অবস্থিত একটি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন তিনি। যদি তিনি কারো মনের কষ্টের কারণ হয়ে থাকেন বা তার ব্যবহারে ও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই।আননারা তাকে ক্ষমা করে দিবেন।ব্যক্তিগত জীবনে তিনি তিনটি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক এবং তার স্ত্রী রয়েছে। সকল সন্তানই মাদ্রাসার ছাত্র এবং একমাত্র ছেলেটি কোরআনে হাফেজের ছাত্র।আমি এই পরিবারের জন্য এবং এতিম সন্তানগুলোর জন্য সকলের কাছে দোয়া চাই।আল্লাহ যেন তাদের সকলকে এই শোক সইবার শক্তি দান করেন।আমিন।