শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, কেশবপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা ষুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কেশবপুর থানা পুলিশ এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে বিভিন্ন ধরণের ফলজ গাছ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ধানমন্ডির ৩২ নম্বর বাসাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান।