September 11, 2024, 10:40 pm

র‌্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় সদস্য ০৬ জন গ্রেফতার\

০৩ আগস্ট মঙ্গলবার রাত ০১:১০ ঘটিকার সময় র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র (চাপাতি-০২টি,বড় ছোরা-০১টি,রামদা-০১টি,এবং লোহার পাইপ-০২টি) উদ্ধারসহ ডাকাত দলের সক্রিয় সদস্য ০৬জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিবরণ নি¤œরূপঃ

ক। মোঃ আশিক দেওয়ান (২৬)।
খ। সোয়াদ ইসলাম (২০)।
গ। মোঃ আল আমীন (২৪)।
ঘ। মোঃ নাছির হোসেন (২৫)।
ঙ। মোঃ রাব্বী হাসান (২০)।
চ। মজিবুর রহমান @ আশিক (২১)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাতি বন্ধে র‌্যাব-১১এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা