September 13, 2024, 2:22 pm

র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও ইয়াবা উদ্ধার\ নারীসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০২ আগস্ট মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টান বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মানিক দাস (৩০), পিতা- মৃত কিশোর দাস, সাং- টান বাজার সুইপার কলোনী, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ; ২। আবু তাহের (৩৩), পিতা- বাচ্চু মিয়া, সাং- মদনপুর (পুকুনিয়া বাড়ী), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ৩। আলী হোসেন (৫০), পিতা- মৃত চাঁন মিয়া, সাং- জালচর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪। পপি রানী (২৮), স্বামী- ছনু দাস, সাং- টান বাজার সুইপার কলোনী, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি অপরাধী চক্র মদ ও ইয়াবার আখড়া তৈরি করেছে। তাদের এই মদ ও ইয়াবার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন গিয়ে মদ ও ইয়াবা সেবন করে আসছে। র‌্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে মদ ও ইয়াবার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ০২ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ রাতে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপরোক্ত ৪ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা