৩১ জুলাই শনিবার সন্ধ্যা ১৭:০০ ঘটিকায় র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ ১। মোঃ লিটন হাওলাদার (৩৫), ২। মোঃ আলতাফ হোসেন খোকন (৩০), ৩। মোঃ আরিফুল ইসলাম @ আরিফ (২৪), ৪। মোঃ এরশাদ (৩৫), ৫। মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), ৬। মোঃ হযরত আলী (৩০), ৭। মোঃ আবুল হাসেম শেখ (৩২), ৮। মোঃ জহির (৩৫), ৯। মোঃ নূর ইসলাম @ লিসন (২৮) এবং ১০। মোঃ রতন (২৮)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৪,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।