September 8, 2024, 11:59 am

খুলনায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ তদন্তে সিআইডি।

উজ্জ্বল কুমার দাস পাইকগাছা খুলনা প্রতিনিধি।। পাইকগাছায় উপজেলার হরিঢালী ইউনিয়নের কপোতাক্ষ ন‌দে অজ্ঞাত ব্য‌ক্তির অর্ধগ‌লিত বস্তাব‌ন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হ‌রিঢালী ইউ‌নিয়নের রামনাথপুর এলাকায় এঘটনা ঘটেছে। পাইকগাছা থানার ও‌সি মোঃ এজাজ শ‌ফি তাতখনিক জানতে পেরে ঘটনাস্থ‌লে পৌঁছায়। ঘটনাস্থ‌ল পরিদর্শন করে তিনি এঘটনার সত্যতা স্বীকার করেছেন
তিনি বলেন, কপোতাক্ষ নদে হরিনা চিংড়ী পোনা ধরতে যেয়ে কয়েকজন বস্তাবন্দী লাশটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিচয় জানা যায়নি। ২০ থেকে ২২ বছর বয়সী যুবক হতে পারে বলে উল্লেখ করে অজ্ঞাতনামা লাশটি সিআইডি দায়িত্ব নিয়েছেন বলে জানান ওসি এজাজ শফী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা