September 10, 2024, 11:46 am

গোবিন্দগঞ্জে বিএনপির বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলামসহ সারাদেশে অসুস্থ নেতা-কর্মীদের আশু রোগ মুক্তিতে দোয়া কামনা করা হয়।

রবিবার (২৫ জুলাই) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোগমুক্তি কামনায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা, সিনিয়র সহ-সভাপতি রবিউল কবির মনু, যুগ্ম সম্পাদক আবু জাফর লেলিন, সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহার আলী মন্ডল, উপজেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল আলম জুয়েল , পৌর যুবদলের আহবায়ক মঈনুদ্দিন লিপন , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম আহবায়ক মসিউর রহমান রিপন, যুগ্ম আহবায়ক সবুজ মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, যুগ্মআহবায়ক লিয়াকত আলী আলম, যুগ্ম আহবায়ক জুয়েল সরকার , যুগ্ম আহবায়ক সোহেল রানা রতন, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল-আমিন রনি, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার , পৌর ছাত্র দলের সদস্য সচিব আরিফ মাহমুদ, যুগ্ম আহবায়ক সজীব উদ্দিন, যুগ্ম আহবায়ক জুন্নু রাইন রাব্বি এছাড়া উপস্থিত ছিলেন হান্নান মন্ডল, সাজু মিয়া, এনামুল হক, আমিরুল হক, মসিউর রহমান রাঙ্গা, রাজু আহম্মেদ, শামীম, মেজবাউল, আবু শেখ, উজ্জল শেখ, আকাশ শেখ প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন। পাশাপাশি অধ্যাপক আমিনুল ইসলামের সুস্থ্যতা কামনা করা হয়।

এসময় দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন। নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দেন। পাশাপাশি উপজেলায় অবহেলিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো ও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা