September 13, 2024, 2:57 pm

গোবিন্দগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫শে জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে শুভ (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা গ্রামে পুকুরে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে শুভর লাশ উদ্ধার করে।

রৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটাজি সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে অসুস্থ। গ্রামবাসীর ধারনা মিরগী রোগী হওয়ায় নিজেই পানি পড়ে গিয়ে সে মারা যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা