গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামার বাড়ীতে বেড়াতে এসে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার তালুকরহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা তানিয়া (১৬)।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পৌরশহরের বালিয়ামারী (খলসীচাঁদপুর) এলাকার চরপাড়া খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে দুইদিন আগে পৌরশহরের চড়পাড়া গ্রামের মামা বুলু মিয়ার বাড়িতে আসে। আজ দুপুরের পর তানিয়া তার মামাতো বানের সাথে মামার বাড়ির অদূরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
স্থানীয় লোকজন ও গোবন্দিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ওই কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।