September 13, 2024, 4:15 pm

সিদ্ধিরগঞ্জে নারীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো রোডের কলাবাগ এলাকায় ১২ জুলাই সোমবার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া তানজিলা ওরফে বিথি (২০) গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করে।

বিথির স্বামীর নাম মোহাম্মদ শহীদুল্লাহ বিথির গ্রামের বাড়ি মোল্লাপাড়া থানা দৌলতপুর জেলা খুলনা, বিথির স্বামীর বাড়ি আতাইল খোলা থানা দক্ষিন আতাইল খোলা জেলা পাবনা বিথি ইপিজেড এ কারখানায় কাজ করতেন

এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা