September 13, 2024, 4:07 pm

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

আব্দুল মান্নান খান,মতলব প্রতিনিধি:মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবনে বিদ্যুতের ওয়ারিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম মিয়া (১৬) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) মতলব পৌরসভা মধ্য দিঘলদী তাফালিং বাজার সংলগ্ন বাচ্চু সরকারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমান হোসেনের নির্মাণাধীন ভবনে বিদ্যুতের ওয়ারিং কাজ করতে গিয়ে গেন্ডার মেশিনের তারে হাত জড়িয়ে যায়। বিদ্যুতের তার ত্রুটিপূর্ণ থাকার কারণে কিশোর শ্রমিক নাঈম বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিদ্যুৎপৃষ্ঠ আহত নাঈম কে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিহত নাঈম চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা আরো জানান, নির্মাণাধীন ভবন মালিক লোকমান হোসেন চাঁদপুর সদর উপজেলার ধনর্পদী গ্রামের মৃত মনু মিয়া বেপারীর ছেলে। সে তাহার নিজ বাড়িতে ভবন নির্মাণ না করে শ্বশুরবাড়িতে ভবন নির্মাণ করছিল।

বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যুর সংবাদে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা