নারায়ণগঞ্জের বন্দরে ড্রেন নির্মাণ কাজ করার সময় বিদ্যালয়ের দেয়াল ধ্বসে পড়ে তিন শ্রমিক আহত হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়।
১৩ জুলাই মঙ্গলবার ১টায় বন্দরের উত্তর লক্ষনখোলা এলাকায় এ ঘটনা ঘটে এসময় ড্রেনের কাজ করার সময় শ্রমিক আহত হলে প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হলে জরুরী বিভগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত শ্রমিকরা হলো হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫)।
ড্রেন নির্মাণ কাজে নিয়োজি জাহেদা নামের নারী শ্রমিক জানিয়েছেন, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণেরর কাজ করছিল। দুপুর ১ টার দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষনখোলা সরকারারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়াল ধসে পড়ে। সে এসময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।এ ব্যাপারে সোনারগাঁও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষন খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মান কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানের কোন অবহেলায় বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।