September 11, 2024, 11:04 pm

জয়পুরহাটে গাঁজাসহ দু’ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি: ১৩ জুলাই ২০২১
জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর আমতলী এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেছে র‍্যাব।
১২ জুলাই র‍্যাব -৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার রাত প্রায় ৮ টায় তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাজেম হোসেন (২৮) ময়েন হোসেনের ছেলে মিলন হোসেন (৩০)।
জয়পুরহাট র‍্যাব-৫, কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য গাজা, অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আরছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সুলতান মাহমুদ /জয়পুরহাট /০১৭১৯৮৫৭৪৬৫

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা